কেরলের মালাপ্পুরম নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।অধিকাংশ যাত্রীর কাছেই ছিল না লাইফ জ্যাকেট। এখনও চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
তানুর এলাকার থুভাল থিরাম একটি জনপ্রিয় টুরিস্ট স্পট। সেখানেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। অন্য দিনের মতোই রবিবার পর্যটক নিয়ে হাউসবোটটি বেরিয়েছিল। হঠাৎ করেই মাঝনদীতে ডুবে যায়। হাউসবোটটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। হাউসবোট ভ্রমণে বেরিয়েই সলিল সমাধি হয় পর্যটকদের। মাঝনদীতে ডুবে যায় পর্যটক বোঝাই হাউসবোট। এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেরলের মন্ত্রী ভি আব্দুর রহমান। নিখোঁজ বহু। পুলিশ ও উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার কাজে নেমেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়েছে।