- Advertisement -
- Advertisement -
নজর যদি খুব তীক্ষ্ণ থাকে, তাহলে ঝটপট সমাধান করা যাবে। এই বিশেষ অপটিক্যাল ইলিউশনে অনেক কয়টি H-এর মধ্যে খুঁজে বের করতে হবে একটি Nকে।
ধাঁধার সমাধান করতে যাঁরা পছন্দ করেন, তাঁদের মন ভরিয়ে দিতে একাধিক ধাঁধা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তারই মধ্যে কিছু অপটিক্যাল ইলিউশন বেশ চমকপ্রদ।

এই সেই অপটিক্যাল ইলিউশন যেখানে বহু H এর মধ্যে একটি N কে এক ঝলকেই বের করে ফেলতে হবে।

এবার দেখতে পেলেন উত্তর? ৫ নম্বর লাইনের ৮ নম্বর কলামে রে গিয়েছে সেই লুকোনো N। এই পোস্ট আপাতত ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই এই পোস্ট ঘিরে ধাঁধার সমাধান করতে বেশ মজা পাচ্ছেন।
- Advertisement -