সুযোগ পেলেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের রানি। তবে এবার শুধু প্রশংসা নয়, শাহরুখের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করার ছক কষে ফেলেছেন। হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রানি।
রানির কথায়, ”আমি চাই লেখকরা আমার আর শাহরুখকে কাস্ট করে একটা পরিণত প্রেমের গল্প লিখুক। আমি শাহরুখের সঙ্গে এরকমই একটা প্রেমের গল্পে অভিনয় করতে চাই। আমার ৮০ বছর বয়স হয়ে গেলেও শাহরুখের প্রেমিকা হয়ে ছবি করতে চাই। তখন হয়তো শাহরুখের বয়স হবে ৯৫!”
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখকে সঙ্গে নিয়ে খুব জলদিই নাকি সিনেমা তৈরির প্ল্য়ান করছেন রানি। তবে আপাতত সবই প্রাথমিক স্তরে।