রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) রচিত ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala )-র সঙ্গে অনেকেরই নস্ট্যালজিয়া জড়িয়ে আসছে। বাংলায় ছবি বিশ্বাস এবং হিন্দিতে বলরাজ সাহানি এবং ড্যানির পর কাবুলিওয়ালার ভূমিকায় নতুন সংযোজন মিঠুন চক্রবর্তী।
সব ঠিক থাকলে, এ বার মিঠুন চক্রবর্তীকে দর্শক কাবুলিওয়ালার চরিত্রে দেখতে চলেছেন। সম্প্রতি, কলকাতায় এসে মিঠুন নিজেই এই ছবি নিয়ে কিছু তথ্য খোলসা করেছেন। ছবিটি পরিচালনা করবেন সুমন ঘোষ। প্রযোজক এসভিএফ।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালে ‘নোবেল চোর’ ছবিতে সুমনের পরিচালনায় অভিনয় করেছিলেন মিঠুন। সে দিক থেকে প্রায় ১১ বছর পর আবার পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ‘ডিস্কো ড্যান্সার’-এর অভিনেতা।