- Advertisement -
- Advertisement -
তিমিটির নাম ললিতা। বয়স ৫৭ বছর। এর মধ্যে ৫০ বছরের বেশি সময় কেটেছে বন্দী অবস্থায়। অবশেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশাল একটি অ্যাকুয়ারিয়াম থেকে মুক্তি দেওয়া হচ্ছে তিমিটিকে। ফলে সাগরের প্রাণী ললিতা দীর্ঘদিন পর আবার সাগরেই ফিরতে চলেছে।
ফ্লোরিডার মিয়ামি শহরে যে অ্যাকুয়ারিয়ামটিতে ললিতা রয়েছে সেটির নাম ‘মিয়ামি সিকুয়ারিয়াম’।মিয়ামি সিকুয়ারিয়ামের দর্শনার্থীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ললিতা। নানা খেলা দেখিয়ে তাঁদের মনোরঞ্জন করত সেটি।
পরে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন অর্কা তিমিকে বিপন্ন প্রজাতি বলে ঘোষণা দেয়। এরপর প্রাণী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ললিতার মুক্তির জন্য আদালতের কড়া নেড়েছিল।
- Advertisement -