- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Cucumber Facepack: গরমকাল মানেই রোদে বেরোলে ট্যান অবধারিত। সঙ্গে ত্বকে লালচে ভাব, জ্বালা করা সহ নানা সমস্যা। আর এই সব সমস্যা থেকে দূর করতে বেছে নিন শসার ফেসপ্যাক।
এটার জন্য সবার আগে খোসা সমেত শসাকে সরু স্লাইস করে কেটে নিন গোল গোল করে। এবার এটাকে মিনিট দশেকের জন্য ফ্রিজে ঢুকিয়ে দিন ঠান্ডা করতে। এবার বের করে সেটা গোটা মুখে লাগান। চোখেও। এবার মিনিট ১৫-২০ রেখে সরিয়ে নিন এই স্লাইসগুলো। এটা ত্বকের ফোলা ভাব কমাবে, একই সঙ্গে বলিরেখা দূর করবে।
একই সঙ্গে এই প্যাক ট্যান দূর করে। এটার জন্য শসার পেস্টে এক চামচ দই মেশান এবার এবার সেটাকে মুখে লাগান। প্রয়োজনে হাতেও লাগাতে পারেন। এবার মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।
- Advertisement -