২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ়’। অল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল দর্শকের। তার পর থেকেই ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা। কবে মুক্তি পাবে ‘পুষ্পা ২’, অনুরাগীদের মুখে এখন একটাই প্রশ্ন।
রশ্মিকা মন্দনার সমাজমাধ্যমের পাতাতেও এই প্রশ্ন রেখেছেন অভিনেত্রী স্বয়ং। ‘‘কোথায় পুষ্পা?’’ সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে এই পোস্টারে। তবে কি সত্যিই খুঁজে পাওয়া যাচ্ছে না ‘পুষ্পা’কে? না কি এটাই ছবির প্রচারের কৌশল? জানা গেল, আগামী ৭ এপ্রিল নাকি মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রথম ঝলক। বিকেল ৪.০৫ মিনিটে সমাজমাধ্যমে প্রকাশিত হবে সেই প্রথম ঝলক। ঘটনাচক্রে ৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিন।
সেই উপলক্ষেই প্রথম ঝলক প্রকাশের পরিকল্পনা ছবির নির্মাতাদের। তবে ছবির মুক্তি কবে, তা নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি তারকা বা নির্মাতাদের তরফে।