এবার আদিত্য চোপড়ার পাখির চোখ ‘ওয়ার ২’ (War 2)। নতুন এই সিনেমার পরিচালনার ভার তিনি দিয়েছেন শ্যালক অয়ন মুখোপাধ্যায়কে। এবার নতুন চমক এনটিআর জুনিয়র (NTR Jr)। হ্যাঁ, হৃতিক রোশনের পাশাপাশি ছবিতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টারকে।
‘RRR’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে রয়েছেন নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। ভাল হিন্দিও বলতে পারেন তিনি। এমন তারকাকেই ‘ওয়ার ২’ সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, এবার হৃতিক ও এনটিআরের দ্বৈরথ দেখা যাবে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েলে।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’। আগামীতে ‘ওয়ার ২’ ছাড়াও দেখা যাবে ‘টাইগার ৩’ ও ‘টাইগার ভার্সাস পাঠান’-এর মতো সিনেমা।