কন্যাসন্তান ‘দেবী’-র (Devi) ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ২০২২ সালের নভেম্বর মাসে মা হয়েছেন বিপাশা, বাবা হয়েছেন অভিনেতা কর্ণ সিং গ্রোভার (Karan Singh Grover)। তবে এতদিন সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা।

দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি। তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তাঁরা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি (Anushka Sharma and Virat Kohli)-থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস (Priyanka Chopra and Nick Jonas), অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছিলেন কর্ণ ও বিপাশাও। তবে আজ প্রথম দেবীর ছবি প্রকাশ করতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।