এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুযোগ দিতে ‘শপিং স্যুট’ লেন্স চালু করেছে স্ন্যাপচ্যাট। নতুন এ সুবিধা চালুর ফলে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তিনির্ভর ভার্চ্যুয়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারবে।
শুধু তা-ই নয়, ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করতে পারবেন। ফলে ভার্চ্যুয়াল দোকান থেকে কেনা পোশাক ছোট বা বড় হবে না।
সম্প্রতি নিজেদের অগমেন্টেড রিয়েলিটির লেন্স ফিল্টারে অডিও রিকমেন্ডেশন টুল চালু করেছে স্ন্যাপচ্যাট। নতুন টুলটি নির্মাতাদের ছবি ও ভিডিওর বিষয় পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অডিও ক্লিপ ব্যবহারের পরামর্শ দিতে পারে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন গান বা সুর যুক্ত করতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ