এবার থেকে আপনি চাইলেও প্রতিদিন সুন্দরবন ভ্রমণ করতে পারবেন না। সপ্তাহের প্রতি মঙ্গলবার করে পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে সুন্দরবনকে। বিশেষ করে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা বন্ধ থাকবে পর্যটকদের জন্য।
গত ১০ই মার্চ রাজ্যের মুখ্য বনপাল(বন্যপ্রাণ) দেবল রায় এ বিষয়ে একটি নির্দেশিকা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পকে পাঠিয়েছেন। সেই নির্দেশিকা অনুযায়ী সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অজয় কুমার দাস ব্যাঘ্র প্রকল্পের সমস্ত রেঞ্জের রেঞ্জারকে গত সোমবার একটি নির্দেশিকা পাঠিয়েছেন, যাতে প্রতি মঙ্গলবার করে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় পর্যটকরা ভ্রমণ করতে না পারেন।
আরও পড়ুনঃ মাছ ভাজার সময় ফুটন্ত তেল ছিটকে আসে? জানুন কীভাবে আটকাবেন
চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব কাজকর্মের ক্ষেত্রে সুবিধার জন্যই এই পদক্ষেপ বলে খবর।