- Advertisement -
- Advertisement -
বাড়ল আধার কার্ড ও ভোটার আইডি সংযুক্তিকরণের সময়সীমা। বুধবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত ভোটার ও আধার লিংকের সময় পাবেন ভারতীয়রা। এর সময়সীমা ছিল পয়লা এপ্রিল, ২০২৩।
২০২১ সালের ডিসেম্বর লোকসভায় আধার ও ভোটার আইডি (Voter ID) সংযুক্তিকরণের আইন পাশ হয়েছিল। তারপর থেকেই দুটি কার্ড লিংক করতে বলা হচ্ছে। এবার জেনে নেওয়া যাক কীভাবে অনলাইনে আধার ও ভোটার কার্ড সংযোগ করবেন।
- প্রথমে জাতীয় ভোটার’স সার্ভিস পোর্টাল (nvsp.in) ওয়েবসাইটে যান।
- এবার সেখানে ফোন নম্বর অথবা ই-মেল আইডি দিয়ে লগ ইন করুন। চলে যান ‘সার্চ ইন ইলেক্টোরাল রোল’ অপশনে।
- এবার নিজের ব্যক্তিগত তথ্যের সঙ্গে আধার কার্ড নম্বরটিও লিখুন।
- এরপরই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর কিংবা ই-মেলে একটি OTP আসবে।
- অথেন্টিকেশনের জন্য ওই OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসিয়ে দিন। তাহলেই কাজ শেষ।
- Advertisement -