এবার এই দক্ষিণি নায়িকাদের অনুরাগীদের জন্য সুখবর। আবার স্বমহিমায় ফিরছেন নয়নতারা। আর তাই তাঁর অভিনয় ছাড়ার খবর নিছকই গুজব ছিল বলে অনেকের ধারণা।
শিগগিরই ছবির সেটে ফিরছেন নয়নতারা। এক কমেডি থ্রিলার–ধর্মী ছবির মূল নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে যে ছবিটি পরিচালনা করবেন তাঁর স্বামী ভিগনেশ শিবান।ভিগনেশ পরিচালিত এই ছবিতে নয়নতারার জুটি বাঁধার কথা দক্ষিণি অভিনেতা প্রদীপ রঙ্গনাথনের সঙ্গে। আর এই ছবির কাজ কিছুদিন পরেই শুরু হবে বলে খবর।
আরও পড়ুনঃ বাড়ল ভোটার আইডি ও আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা, জেনে নিন
তবে এখনো নয়নতারার এই ছবিকে ঘিরে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই ছবির অভিনেতা নির্বাচনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি।
এখানেই শেষ নয়। নয়নতারার বলিউডে অভিষেক শুধু সময়ের অপেক্ষা। শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে তিনি ‘জওয়ান’ ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় আসতে চলেছেন। এই ছবি পরিচালনা করছেন দক্ষিণের খ্যাতনামা পরিচালক অ্যাটলি।