- Advertisement -
- Advertisement -
১০০ কোটির ক্লাবে জায়গায় করে নিল রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ (Tu Jhoothi Main Makkaar)। গোটা দেশে ১০১ কোটি ৯৮ লক্ষ টাকার ব্যবসা করেছে ছবিটি।
খোশমেজাজ প্রেমিক থেকে পরে সিরিয়াস প্রেমিকে রূপান্তর। রণবীর এরকম হালকাফুলকা ছবিতেও নিজের জাত চিনিয়েছেন। শ্রদ্ধার (Shraddha Kapoor) সঙ্গে তাঁকে বেশ ভালই মানিয়েছে। তাতেই মিলেছে সাফল্য।
আবার উইকিপেডিয়া অনুযায়ী ছবির মোট আয়ের পরিমাণ ১৪৮ কোটি ৯১ লক্ষ টাকা। অর্থাৎ এই হিসেব মানলে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ দেড়শো কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে।
- Advertisement -