নিজেদের স্ট্যাটাস অপশনে নতুন পাঁচ সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। একনজরে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত হওয়া নতুন সুবিধাগুলো—
ভয়েস স্ট্যাটাস
এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০ সেকেন্ডের রেকর্ড করা কথা ভয়েস স্ট্যাটাস হিসেবে হোয়াটসঅ্যাপে দিতে পারবেন।
স্ট্যাটাস রিঅ্যাকশন
এ সুবিধা কাজে লাগিয়ে অন্যদের বার্তা পড়ার সময় দ্রুত বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানানো যাবে।
আরও পড়ুনঃ যে ৫ অভ্যাস স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখে
অডিয়েন্স সিলেক্টর
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে তা বন্ধু তালিকায় থাকা সবাই জানতে পারে। এ সমস্যা সমাধানে অডিয়েন্স সিলেক্টর নামের সুবিধা যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের নাম নির্বাচন করে দিলে শুধু তাঁরাই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখতে পারবেন।
লিংক প্রিভিউ
স্ট্যাটাস বার্তায় কোনো লিংক শেয়ার করলে অন্য ব্যক্তিরা সেই ওয়েবসাইটের প্রিভিউ দেখতে পারবেন।
স্ট্যাটাস প্রোফাইল রিং
স্ট্যাটাস প্রোফাইল রিং সুবিধা যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এর ফলে স্ট্যাটাস অপশনে ব্যবহারকারীদের প্রোফাইল ছবির চারপাশে বৃত্তাকার একটি রিং দেখা যাবে। ব্যবহারকারীরা স্ট্যাটাস দিলে রিংসহ ছবিটি দেখা যাবে।
সূত্র: এনডিটিভি