চার্জ দেওয়ার সময় কিছু বিষয়ে খেয়াল রাখলে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে। দেখে নেওয়া যাক সেগুলো
১। স্মার্টফোনের সঙ্গে পাওয়া চার্জার, তা ব্যবহার করা। দ্রুত চার্জ করার ক্ষেত্রেও এটি উপকারী। ফোনের সঙ্গে পাওয়া চার্জার ব্যাটারি টেকসই করে। তৃতীয় পক্ষের চার্জার বা নকল চার্জার ব্যবহার করা যাবে না।
২। ব্যাটারির পুরো চার্জ ক্ষয় করে চার্জে না দেওয়াই ভালো। চার্জ সম্পূর্ণ শেষ হলে ব্যাটারির ভেতরে রাসায়নিক ভারসাম্যহীনতা তৈরি হয়, যা ব্যাটারির জন্য খুবই খারাপ।
৩।সারা রাত ধরে চার্জ না দেওয়া। অতিরিক্ত চার্জে ব্যাটারির ভেতরে তাপ উৎপন্ন হয়, যা তড়িৎবিশ্লেষ্য সংমিশ্রণকে পরিবর্তন করে ফেলে। কিছু ক্ষেত্রে ভেতরের গ্যাস বের হয়ে যায় এবং ব্যাটারি ফুলে যায়।
আরও পড়ুনঃ জেনে নিন মানসিক চাপ কমানোর সেরা কিছু টিপস
৪। পুরো চার্জ ক্ষয় করে যেমন চার্জে দেওয়া ঠিক নয়, তেমনি সম্পূর্ণ চার্জ করাও ঠিক নয়। ব্যাটারির ভালোর জন্য আংশিক খালি রাখতে হয়।
৫। অ্যাপস স্মার্টফোনের লোকেশন ফিচার ব্যবহার করে। আবার সব অ্যাপ সারা দিন দরকারও পড়ে না। বিশেষ করে ঘুমানোর সময়। একইভাবে ওয়াই-ফাই, মোবাইল ডেটা ও ব্লুটুথের মতো তারহীন সুবিধাগুলো ২৪ ঘণ্টা দরকার পড়ে না। তাই প্রয়োজন না পড়লে সুবিধাগুলো বন্ধ রাখতে হবে। এতে ব্যাটারির শক্তি বাঁচবে।
সূত্র: মেকইউজঅব ডটকম