Union Budget 2023: আগামী ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে।বুধবার ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিভিন্ন প্রকল্পে বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
সোনার বার থেকে তৈরি দ্রব্যাদির উপর বেসিক কাস্টমস শুল্ক বৃদ্ধি করা হয়েছে। রান্নাঘরের বৈদ্যুতিক চিমনিতে শুল্ক ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে।
আবাসিক বাড়িতে বিনিয়োগে ক্যাপিটাল গেইনসের ক্ষেত্রে কর কর্তনের সর্বোচ্চ সীমা ১০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।
টিভি প্যানেলের ওপেন সেলের যন্ত্রাশের উপর শুল্ক কমিয়ে ২.৫% করা হবে। ক্যামেরার লেন্সের মতো কিছু যন্ত্রাংশের ক্ষেত্রে আমদানি শুল্কে ছাড় মিলবে।
সিগারেটে কর বাড়ানো হয়েছে। ফলে শীঘ্রই সিগারেটের দাম বাড়তে পারে।
রফতানি বাড়াতে ‘শ্রিম্প ফিডে’র উপর শুল্ক কমাচ্ছে সরকার। স্ক্র্যাপ তামায় উপর ২.৫% ছাড়সহ বহিঃশুল্ক জারি থাকছে।