Kolkata International Book Fair: আজ দুপুর ২ টো থেকে শুরু হতে চলেছে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা। আজ দুপুর দুটো এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য মন্ত্রী, গিল্ডের কর্মকর্তারা, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা। আগের ঘোষণা অনুযায়ী এবছরের কলকাতা বইমেলার থিম কান্ট্রি হতে চলেছে স্পেন।
সম্প্রতি সল্টলেক সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণেই হতে চলেছে এই বইমেলা(Kolkata International Book Fair 2023)। ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। এ বছর বই মেলাতে অনেক ছোট মাঝারি পাবলিশার্সকেও স্টল করার সুযোগ করে দেওয়া হয়েছে গিল্ডের তরফে। এ বছর মোট ৪০০ টি স্টল এবং ২০০ টি লিটল ম্যাগাজিন কর্নার থাকছে বইমেলা প্রাঙ্গণে।জানা গিয়েছে, মোট কুড়িটি দেশ এবারের বইমেলায় অংশগ্রহণ করছে। মেলা প্রাঙ্গণে ৯৫০টি স্টল থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ৭০ টি স্টল দেবে শুধু বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এবারের বইমেলায় রেকর্ড বিক্রির সম্ভাবনা দেখছেন প্রকাশকরা ও গিল্ড কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ বেগুনি বাঁধাকপি, যা বিশেষ উপকারী
বইমেলায় আগত দর্শকদের সুবিধা করে দিতে ঢোকা এবং বেরোনোর জন্য মোট ৯ টি গেট রাখা হয়েছে বইমেলা প্রাঙ্গণে। এবছর থিম কান্ট্রি যেহেতু স্পেন, তাই স্পেনের টলেডো গেটের আদলে থাকবে একটি গেট। এছাড়াও বিশ্ব বাংলা গেটের আদলেও থাকবে গেট।
শিশুদের প্যাভিলিয়ন আবোল তাবোলের ১০০ বছর উপলক্ষ্যে তার চরিত্রদের উপর ভিত্তি করে তৈরি করা হবে। কোভিড কাল কাটার পরে এই বইমেলাতে প্রচুর সংখ্যক বইপ্রেমীদের সমাগম আশা করছে গিল্ড। সেই কারণে পর্যাপ্ত পরিমাণ পার্কিং এবং বাস ও মেট্রোর মত অন্যান্য পরিবহন থাকবে বলেই জানিয়েছেন তারা।