বক্স অফিসে দক্ষিণি ছবির দাপটে রীতিমতো কোণঠাসা হিন্দি ছবি। আগে তামিল, তেলেগু, মালয়ালম ছবি নিয়ে আলোচনা হতো, গত কয়েক বছর ধরে সে আলোচনায় যোগ দিয়েছে কন্নড় সিনেমাও। সেই তালিকায় সর্বশেষ নাম ‘কানতারা’।
গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ছবিটি।এর মধ্যেই ভারতের বক্স অফিস থেকে ছবিটির নিট আয় দারুণ ব্যবসা করা অন্য দুই দক্ষিণি ছবি ‘পোন্নিয়িন সেলভান ১’ ও ‘গডফাদার’-এর চেয়েও বেশি।
কেবল বক্স অফিসেই সাফল্য নয়, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে ‘কানতারা’। চিত্রনাট্য, প্রোডাকশন ডিজাইন, অ্যাকশন দৃশ্য, সিনেমাটোগ্রাফি থেকে সংগীত—সবকিছুরই প্রশংসা করেছেন তাঁরা।
‘কানতারা’র প্রাণভোমরা কন্নড় তারকা ঋষভ শেঠি। তিনিই ছবির চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেতা। এককথায় ছবির গল্প মানুষ ও প্রকৃতির দ্বন্দ্ব। তিনটি ভিন্ন ভিন্ন সময় ধরে ছবিটিতে সেটা দেখিয়েছেন পরিচালক।