- Advertisement -
- Advertisement -
বৃহস্পতিবার সামনে এল ‘মিলি’র টিজার। মাত্র ৪৮ সেকেন্ডের ঝলক জুড়ে ছবির মুখ্য চরিত্র অর্থাৎ জাহ্নবীর অস্তিত্বের সংকট জোরাল।
বৃহস্পতিবার সামনে এল ছবিটির টিজার। মাত্র ৪৮ সেকেন্ডের ঝলক জুড়ে ছবির মুখ্য চরিত্র অর্থাৎ জাহ্নবীর অস্তিত্বের সংকট জোরাল। দীর্ঘ সময় ধরে একটি ফ্রিজারে বন্দি মিলি। প্রবল ঠান্ডায় মুষড়ে পড়েছে সে। তার শরীর জুড়ে ক্ষত। চোখেমুখে ক্লান্তি, আতঙ্ক। তবুও মিলি হারতে নারাজ। প্রাণপণে সেখান থেকে বেরনোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে কি আদৌ সে সফল হবে?

মালয়ালম ছবি ‘হেলেন’-এর পুনর্নির্মাণ ‘মিলি’, যার প্রযোজনার দায়িত্বে আছেন বনি কাপুর। এই প্রথম মেয়ের সঙ্গে কাজ করলেন তিনি। জাহ্নবী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মনোজ পাওয়া এবং সানি কৌশলকে।
- Advertisement -