- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
কলকাতা থেকে আগরতলা যাওয়া যাবে রেলপথেই। বৃহস্পতিবার আগরতলা স্টেশন থেকে পতাকা নেড়ে আগরতলা-খোংসাং এবং আগরতলা-কলকাতা এক্সপ্রেসের শুভ সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
জানা গিয়েছে, কলকাতা-গুয়াহাটির মধ্যে যে ট্রেনটি এতদিন চলত, সেটিই এবার পৌঁছে যাবে আগরতলায়। আপাতত এই ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। বৃহস্পতিবার পতাকা নেড়ে এই ট্রেনটির যাত্রার শুভ সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিযেছে, ফার্স্ট ক্লাস এসি, পাঁচটি এসি থ্রি-টায়ার, ৬টি স্লিপার-সহ মোট ১৪টি কোচ থাকবে এই ট্রেনে।
আপাতত এই ট্রেনটি প্রতি বুধবার সকাল সাড়ে ৭টায় আগরতলা স্টেশন থেকে ছেড়ে পরের দিন বেলা ৩টেয় কলকাতায় পৌঁছবে। অন্যদিকে, প্রতি রবিবার রাত ৯.৪০ মিনিটে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে মঙ্গলবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ আগরতলায় পৌঁছবে।
- Advertisement -