বিয়ের চার মাস পরই মা হয়েছেন দক্ষিণের সুপারস্টার নয়নতারা। নয়নতারার ঘরে জমজ ছেলের জন্ম হয়েছে। সন্তানদের সঙ্গে নিজের ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন অভিনেত্রীর স্বামী ভিগনেশ শিবান।
এ দিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ভিগ্নেশ। তাতে লেখেন, ‘আমাদের প্রার্থনা, পূর্বপুরুষের আশীর্বাদ এবং পুণ্যের সুফল পেলাম যমজ সন্তানের মাধ্যমে। আপনাদের আশীর্বাদ চাই’।ভিগ্নেশ আরও লেখেন, ‘নয়ন আর আমি মা-বাবা হলাম। যমজ সন্তানকে পেয়ে আশীর্বাদধন্য হলাম।’
দক্ষিণে সাফল্যের নয়া মাইলফলক তৈরি করেছেন নয়নতারা। সেখানে বিনোদনের দুনিয়ায় পুরুষতন্ত্র নিয়ে সরব হয়েছছেন বহু নায়িকাই। তার মধ্যেই সুপারস্টার হিসবে উঠে এসেছেন নয়নতারা।চিরঞ্জীবীর সঙ্গে ‘গডফাদার’ ছবিতে সম্প্রতি কাজ সেরেছেন নয়নতারা। শীঘ্রই বলিউডেও পা রাখতে চলেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতে দেখা যাবে তাঁকে।