Monday, May 29, 2023
Bangla Newsদেশপ্রয়াত সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল ৮২ বছর

প্রয়াত সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল ৮২ বছর

- Advertisement -
- Advertisement -

Mulayam Singh Yadav Death: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব আজ(সোমবার) গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হলেন।

মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবর জানিয়ে সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব বলেছেন, ‘আমার শ্রদ্ধেয় বাবা এবং সকলের নেতা আর নেই।’

মুলায়ম সিং যাদবের প্রয়াণে টুইটারে নিজের শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘আমরা যখন আমাদের নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি তখন মুলায়ম সিং যাদব জি-এর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। ঘনিষ্ঠ মেলামেশা অব্যাহত ছিল এবং আমি সবসময় তাঁর মতামত শোনার জন্য উন্মুখ থাকতাম। তাঁর মৃত্যু আমাকে ব্যথিত করেছে। তাঁর পরিবার ও লক্ষ লক্ষ সমর্থকের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।’

মুলায়ম সিং যাদবের রাজনৈতিক জীবন অত্যন্ত বৈচিত্রময়। একাধিকবার বিভিন্ন কারণে রাজনৈতিক পালাবদলের জটিল পরিস্থিতি শেষ মুহূর্তে বদলে দিয়েছিলেন তিনি। ১৯৭৭ সালে, তিনি জনতা পার্টি থেকে প্রথমবারের মতো উত্তরপ্রদেশের মন্ত্রী হন। এরপর ১৯৮৯ সালে তিনি প্রথমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। মুলায়ম সিং ১৯৯২ সালে সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেন এবং ১৯৯৩ সালে বিএসপির সঙ্গে সরকার গঠন করেন। এরপর ১৯৯৩ এবং তারপর ২০০৩ সালে তিনি দ্বিতীয় ও তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। তাঁর ছেলে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি এর পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন। 

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

মাঝনদীতে ডুবে গেল হাউসবোট, শিশু-বয়স্ক-সহ কমপক্ষে ২২ জনের মর্মান্তিক মৃত্যু

কেরলের মালাপ্পুরম নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।অধিকাংশ যাত্রীর কাছেই ছিল না লাইফ জ্যাকেট। এখনও চলছে উদ্ধারকাজ।...

বাড়ল ভোটার আইডি ও আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা, জেনে নিন

বাড়ল আধার কার্ড ও ভোটার আইডি সংযুক্তিকরণের সময়সীমা। বুধবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল আগামী বছরের ৩১ মার্চ...

Union Budget 2023: ২০২৩-২৪ সালে কোন কোন জিনিসের দাম বাড়ল-কমল? এক নজরে

Union Budget 2023: আগামী ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে।বুধবার ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী...

এবার আর আকাশপথে নয়, কলকাতা থেকে আগরতলা পৌঁছে যান ট্রেনেই

 কলকাতা থেকে আগরতলা যাওয়া যাবে রেলপথেই। বৃহস্পতিবার আগরতলা স্টেশন থেকে পতাকা নেড়ে আগরতলা-খোংসাং এবং আগরতলা-কলকাতা এক্সপ্রেসের শুভ সূচনা...