Mulayam Singh Yadav Death: উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব আজ(সোমবার) গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হলেন।
মুলায়ম সিং যাদবের মৃত্যুর খবর জানিয়ে সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব বলেছেন, ‘আমার শ্রদ্ধেয় বাবা এবং সকলের নেতা আর নেই।’
মুলায়ম সিং যাদবের প্রয়াণে টুইটারে নিজের শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘আমরা যখন আমাদের নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি তখন মুলায়ম সিং যাদব জি-এর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। ঘনিষ্ঠ মেলামেশা অব্যাহত ছিল এবং আমি সবসময় তাঁর মতামত শোনার জন্য উন্মুখ থাকতাম। তাঁর মৃত্যু আমাকে ব্যথিত করেছে। তাঁর পরিবার ও লক্ষ লক্ষ সমর্থকের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।’
মুলায়ম সিং যাদবের রাজনৈতিক জীবন অত্যন্ত বৈচিত্রময়। একাধিকবার বিভিন্ন কারণে রাজনৈতিক পালাবদলের জটিল পরিস্থিতি শেষ মুহূর্তে বদলে দিয়েছিলেন তিনি। ১৯৭৭ সালে, তিনি জনতা পার্টি থেকে প্রথমবারের মতো উত্তরপ্রদেশের মন্ত্রী হন। এরপর ১৯৮৯ সালে তিনি প্রথমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। মুলায়ম সিং ১৯৯২ সালে সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেন এবং ১৯৯৩ সালে বিএসপির সঙ্গে সরকার গঠন করেন। এরপর ১৯৯৩ এবং তারপর ২০০৩ সালে তিনি দ্বিতীয় ও তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। তাঁর ছেলে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি এর পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন।