- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনির প্রযোজনা সংস্থা ‘ধোনি এন্টারটেনমেন্ট’ । তামিল, তেলুগু ও মালায়ালি- এই তিন ভাষায় ফিচার ফিল্ম তৈরি করবে সংস্থা।
এর আগে ‘ধোনি এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে ‘রোয়ার অফ দ্য লায়ন’, ‘ব্লেজ টু গ্লোরি’,’দ্য হিডেন হিন্দু’-র মতো বেশকিছু প্রোজেক্ট তৈরি হয়েছে। এই প্রযোজনা সংস্থার কর্ণধার ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী। আপতত দক্ষিণের ছবিতেই বিনিয়োগ করবে ‘ধোনি এন্টারটেনমেন্ট’। তামিল,তেলুগু, মালায়ালাম-এই তিন ভাষায় ছবি তৈরি করবে এই সংস্থা।
মে মাস নাগাদই শোনা গিয়েছিল দক্ষিণের একটি ছবি প্রযোজনা করছেন ধোনি, যার নায়িকা নয়নতারা। এবার ফের শোনা যাচ্ছে ফিচারফিল্ম তৈরির কাজ শুরু করতে চলেছে ধোনি এন্টারটেনমেন্ট।
- Advertisement -