এশিয়া কাপের (Asia Cup 2022) ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত (India vs Sri Lanka)। তার আগে দলের কম্বিনেশন কী হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন কোচ রাহুল দ্রাবিড় থেকে ভারতীয় টিম। মেগা ম্যাচে কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ (Probable Playing 11 of Indian Cricket Team), দেখে নিন এক নজরে।
কখন হবে এশিয়া কাপের ম্যাচট?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টা নাগাদই এশিয়া কাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
কোথায় দেখা যাবে এশিয়া কাপ?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলি।
অনলাইনে কীভাবে দেখবেন এশিয়া কাপ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা এশিয়া কাপের ম্যাচগুলি দেখতে পারবেন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক হুডা/অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং রবি বিষ্ণোই।
শ্রীলঙ্কা্র সম্ভাব্য একাদশ: পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস,চরিত আসলাঙ্ক, দানুশকা গুনাথিলাক, ভানুকা রাজাপক্ষে,দাসুন শানাকা (অধিনায়ক),ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে,মহিষ তিক্ষানা, আসিথা ফারনান্দো, দিশান মধুশঙ্ক