ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম । এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে টাইগার বাহিনী। ব্যাট হাতে একদমই ভাল পারফর্ম করতে পারেননি অভিজ্ঞ এই ডানহাতি উইকেট কিপার। শেষ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন মুশফিকুর রহিম । টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটে যদিও খেলা চালিয়ে যাবে তিনি।
গত তিন বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই ফর্মে ছিলেন না মুশফিকুর। ২০১৯ সালের নভেম্বরে শেষবার অর্ধশতরান হাঁকিয়েছিলেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কুড়ির ক্রিকেটে মোট ৮টি ইনিংসে মাত্র ১৪৪ রান করেছেন মুশফিকুর। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল এই ডানহাতিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১০২ ম্যাচ খেলেছেন মুশফিকুর। ঝুলিতে রয়েছে ১৫০০ রান। সর্বোচ্চ অপরাজিত ৭২।