আপনি কি ইনস্টাগ্রাম ইউজার? নানা বিষয় নিয়ে এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করার অভ্যেস রয়েছে? তাহলে জেনে রাখুন। এ মাস থেকেই আর এই সুবিধা আপনাকে দেবে না ইনস্টাগ্রাম!
কারণ চিরতরে IGTV অ্যাপটির সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছে ফেসবুকের অন্তর্ভূক্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম । না, কোনও গুঞ্জন নয়, কোম্পানির তরফেই সোমবার এ খবর নিশ্চিত করা হয়েছে। IGTV প্ল্যাটফর্মে বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায় অনায়াসেই। এই প্ল্যাটফর্মে কোনও ছবির ট্রেলার থেকে রান্নার রেসিপি কিংবা কোনও তারকার সাক্ষাৎকার দেখা যায় অনায়াসেই।
কর্ম ব্যস্ততার জীবনে ছোট ছোট ভিডিও দেখতে এবং আপলোড করার অভ্যাসই বাড়ছে নেটিজেনদের। এই Reels-এ নাচ করে কিংবা গান গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেনসেশনও হয়ে উঠছেন অনেকে। আর এর বাড়তে থাকা জনপ্রিয়তার কথা মাথায় রেখেই Reels-এর উপর মনোনিবেশ করছে মার্ক জুকারবার্গের সংস্থা। সেই কারণেই IGTV-র সঙ্গে ছিন্ন হচ্ছে সম্পর্ক।
সংস্থার তরফে বলা হয়েছে, “IGTV না থাকলে ইনস্টাগ্রামের ফিচারগুলি বোঝা ও ব্যবহার করা ইউজারদের পক্ষে আরও সহজ হয়ে যাবে। আগামিদিনে ইনস্টাগ্রাম অ্যাপের ভিডিওই আরও উন্নততর করার দিকে নজর দেওয়া হবে।”