শিবের অর্চনার সেইভাবে কোনও বিশেষ দিন হয় না, শিব আদি এবং অনন্ত, মহাদেবের অধিষ্ঠান এই জগৎ সংসারের সর্বত্রই! তবে মহা শিবরাত্রি উপলক্ষে ভোলানাথের বিশেষ পুজোয় থাকে আলাদাই শান্তি, শিবের সঙ্গেই শক্তির আরাধনা হয় এদিন। এইবছর মহা শিবরাত্রির পূণ্য লগ্ন, ১লা মার্চ।
কেন এই পুজো করা হয়?
পুরাণ কিংবা শাস্ত্র মতে, এই দিনেই ভগবান শিবের লিঙ্গ রূপটি প্রথমবারের মতো প্রকাশ পেয়েছিল। তাই এইদিন শিবের ভক্তদের কাছে এক মহান দিন হিসেবে স্বীকৃতি পায়। অনেকেই বলেন সন্ধ্যায় পুজো করতে যাওয়ার আগে স্নান করা খুব ভাল। নারী-পুরুষ নির্বিশেষে এই পুজোয় অংশ নিতে পারেন।
২০২২ এর মহাশিবরাত্রি চার প্রহরে পূজার সময়
- প্রথম প্রহর:- ১ লা মার্চ, সন্ধ্যা ৬:২১ থেকে রাত্রি ৯:২৭ পর্যন্ত।
- দ্বিতীয় প্রহর:- ১ লা মার্চ রাত্রি ৯:২৭ মিনিট থেকে ১২:৩৩ পর্যন্ত।
- তৃতীয় প্রহর:- ২ রা মার্চ রাত্রি ১২:৩৩ (12:33 am) থেকে ৩:৩৯ পর্যন্ত।
- চতুর্থ প্রহর:- ২ রা মার্চ ভোর ৩:৩৯ থেকে সকাল ৬:৪৫ পর্যন্ত।
মহাশিবরাত্রির মন্ত্র
এটা কথিত আছে যে মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। তাঁর পূজা করার সময় নিম্নেলিখিত মন্ত্র গুলো জপ করলে আপনার মনোস্কামনা নিশ্চয় পূর্ণ হবে।
- প্রথম প্রহর:- ওঁ হৌ ঈশানায় নমঃ।
- দ্বিতীয় প্রহর:- ওঁ জৌং অঘোরায় নমঃ।
- তৃতীয় প্রহর:- ওঁ হৌং বামদেবায় নমঃ।
- চতুর্থ প্রহর:- ওঁ হ্রাং সদ্যজাতায় নমঃ।
এছাড়াও এদিন মহাদেবের সবথেকে গুরুত্ব পূর্ণ মন্ত “ওম নমঃ শিবায়” এর জপ করা উচিত।