- Advertisement -
- Advertisement -
ফের একবার জুটি বাঁধতে দেখা যাবে বনি-কৌশানিকে। ছবির নাম ‘অন্তর্জাল’। পরিচালনায় প্রার্জুন মজুমদার।
ফিচার ফিল্মে কৌশানীর চরিত্রের নাম লহরী। পেশায় লেখিকা। তার স্বামী অপূর্বর চরিত্রে অভিনয় করছেন বনি। প্রথম বিবাহবার্ষিকীর দিনই রহস্যজনক ভাবে হারিয়ে যায় অপূর্ব। সেখান থেকে গল্পে রহস্যের উন্মোচন।
মার্চ মাসেই শুরু হবে ছবির শ্যুটিং। ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা বনি জানিয়েছেন, ‘আমার চরিত্রটা কেমন, নতুন কিছু করতে পারছি কি না, সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখানে অপূর্বর চরিত্রটার মধ্যে ভালো-খারাপ দুটো দিকই আছে।’ এছাড়াও বনি-কৌশানিকে ‘সুপারম্যান’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
- Advertisement -