ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার। মঙ্গলবার সকালে খারকভে রুশ গোলায় মৃত্যু হিয়েছে এক ভারতীয় পড়ুয়ার। টুইট করে জানাল বিদেশমন্ত্রক। এই প্রথম ইউক্রেন-রাশিয়া যুদ্ধে (Ukraine-Russia War) কোনও ভারতীয়ের মৃত্যুর খবর মিলল।
মঙ্গলবার দুপুরে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে পারছি যে আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদেশ মন্ত্রক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
সঙ্গে তিনি বলেছেন, ‘খারকিভ-সহ যে সব জায়গায় সংঘাত হচ্ছে, সেখানকার ভারতীয়দেের দ্রুত সুরক্ষিতভাবে যেতে দেওয়ার দাবি আরও জোরালোভাবে জানানোর জন্য রাশিয়া এবং ইউক্রেনের দূতকে তলব করেছেন বিদেশসচিব। রাশিয়া এবং ইউক্রেনে আমাদের রাষ্ট্রদূতরাও একই পদক্ষেপ করেছেন।’
বস্তুত, ইউক্রেনে সবমিলিয়ে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে ছিলেন। এদের বেশিরভাগই মেডিক্যাল পড়ুয়া। যুদ্ধ পরিস্থিতিতে এঁদের দ্রুত উদ্ধার করার চেষ্টা করছে ভারত সরকার। ভারতীয়দের উদ্ধার করার উদ্দেশে ‘অপারেশন গঙ্গা’ (Operation Ganga) শুরু করেছে কেন্দ্র। কিন্তু এখনও পর্যন্ত বহু ভারতীয়ই আটকে রয়েছেন ইউক্রেনে।