ভারতীয়রা এখনই কিয়েভ ছাড়ুন। মঙ্গলবার কিয়েভের দূতাবাসের তরফে সেদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে এমনই নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে একটি অ্যাডভাইজরি জারি করে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘পড়ুয়া-সহ সকল ভারতীয়দের জরুরিভিত্তিতে আজই কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রেন বা যে গণপরিবহণ পাওয়া যাচ্ছে, (তাতে চেপেই কিয়েভ ছাড়ুন)।’
ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। তার পর থেকেই ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে পুতিন-ফৌজ। রুশ বাহিনীর একের পর এক ক্ষেপনাস্ত্রে তছনছ হয়ে যাচ্ছে ইউক্রেনের বিস্তীর্ণ প্রান্ত। রুশ আগ্রাসন রাজধানী কিয়েভেও। এতদিন কিয়েভকেই নিরাপদ আশ্রয় বলে মনে করে বাস করছিলেন বহু ভারতীয়।
কী কারণে সেই নির্দেশিকা জারি করা হয়েছে, তা ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, রাশিয়া যেহেতু কিয়েভ দখলের পথে এগিয়ে আসছে, সেজন্য তড়িঘড়ি ভারতীয়দের ইউক্রেনের রাজধানী ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত কিয়েভে প্রচুর ভারতীয় পড়ুয়া থাকেন। পড়েন কিয়েভের মেডিকেল কলেজে। সোমবার সামনে আসা উপগ্রহচিত্রে দেখা গিয়েছে যে রাশিয়ার ৬৪ কিলোমিটার দীর্ঘ সামরিক কনভয় ইউক্রেনের রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে।