- Advertisement -
- Advertisement -
আফ্রিকায় সদ্য শুরু হয়েছে শুট। সোমবার আফ্রিকার জঙ্গলের সেট থেকেই প্রকাশ্যে এল সঞ্চালক সোনুর ‘রোডিজ’-এর প্রথমদিনের শুটের ফার্স্টলুক।
আঠেরো বছরে এইপ্রথমবার রণবিজয়-বিহীন ‘রোডিজ’। নেই নিখিল চিনাপ্পা, নেহা ধুপিয়া থেকে রফতার, প্রিন্স নরুলার মতো কোনও বিচারকই। একাই শোয়ের দায়িত্ব সামলাচ্ছেন সোনু সুদ।
কেরিয়ারের এই নতুন জার্নি নিয়ে বেজায় উচ্ছ্বসিত সোনু। শোয়ের ফরম্যাটও একেবারে বদলে দিয়েছেন নির্মাতারা। শোয়ের নতুন মরসুমে সোনুর সঞ্চালনায় আফ্রিকার গভীর জঙ্গলে কঠিন টাস্কের মুখোমুখি হবেন প্রতিযোগীরা। দর্শকদের জন্য যে রোমহর্ষক সারপ্রাইজ থাকছে, সেটা আগেভাগেই জানিয়ে দিয়েছেন নয়া সঞ্চালক সোনু। ফার্স্টলুকে দেখা গেল তাঁবুর সামনে দাঁড়িয়ে প্রতিযোগীদের টাস্ক বোঝাচ্ছেন তিনি।
- Advertisement -