- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
১ মার্চ থেকে বেড়ে যাচ্ছে আমূল দুধের দাম। প্রতি লিটারে বাড়ছে ২ টাকা করে দাম। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে হিন্দুস্তান ইউনিলিভারের বহু পণ্যের দাম গিয়েছে বেড়ে। তার মাঝেই আমূলের দুধের দাম বাড়তেই মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপের আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, এদিন সংস্থার তরফে জানানো হয়েছে, যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে , তার দিকে নজর দিয়েই এই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমূল জানিয়েছে যে, যে দামে দুধ তারা পোষ্যের মালিকদের থেকে কেনে, সেই দামেই প্রায় বিক্রি করা হচ্ছে এই দুধ।
আমূল জানিয়েছে, ‘এই দুধ কেনার জন্য যে প্রতি ১ টাকা ব্যয় হচ্ছে তার থেকে ৮০ পয়সা যাচ্ছে ওই পোষ্যের মালিকের কাছে।’ প্রতিষ্ঠান জানিয়েছে, প্রতি লিটারে ৩৫ থেকে ৪০ টাকা দামে তারা পোষ্যের মালিকদের কাছ থেকে দুধ কিনে থাকে।
- Advertisement -