আজ থেকে শুরু হল কলকাতা বইমেলা। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা চলবে ১৩ই মার্চ অবধি। উল্লেখ্য, এর আগে ৩১শে জানুয়ারি থেকে হওয়ার কথা ছিল বইমেলা, তবে করোনার কারণে তা পিছিয়ে ২৮শে ফেব্রুয়ারি করা হয়।
কলকাতা বইমেলার এই বছরে বয়স হচ্ছে ৪৫ বছর। এ বারে বইমেলার থিম দেশ বাংলাদেশ।সোমবার বইমেলার উদ্বোধনের পর লক্ষ্মীর ভাণ্ডারের থিমে বানানো জাগো বাংলার স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন ঘুরে দেখেন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের স্টল।
গিল্ডের দুই শীর্ষ কর্তা জানান, কলকাতা বইমেলায় এবার প্রায় ৬০০টি স্টল এবং ২০০ লিটল ম্যাগাজিনের স্টল থাকছে। ৯টি তোরণের প্রতিটি দিয়েই মেলায় ঢোকা ও বেরোনো যাবে। মেলার থিম বাংলাদেশ। তাই তিনটি গেট হচ্ছে বঙ্গবন্ধুর লেখা তিনটি বইয়ের আদলে। এছাড়া অন্যান্য তোরণের মধ্যে থাকছে বিশ্ববাংলা গেট, সত্যজিৎ রায় গেট এবং অবনীন্দ্রনাথ ঠাকুর গেট।
বইমেলায় মানুষের যাতায়াতের সুবিধার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অতিরিক্ত বাস পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে প্রতিটি রুটে অটোর ভাড়াও নির্ধারিত করা হচ্ছে।
এবারের বইমেলায় সরাসরি ও যৌথভাবে অংশ নিচ্ছে ২০টি দেশ। এই প্রথম আসছে ইরান। বাংলাদেশ প্যাভিলিয়নে আসছেন প্রায় ৫০ জন বাংলাদেশের প্রকাশক। বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল হবে ১১ এবং ১২ মার্চ।