রাশিয়ার আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে বিশ্বের সবথেকে বড় বিমান আন্তোনভ আন-২২৫। এ বিমানটি তৈরি করেছিল ইউক্রেনের অ্যারোনটিকস কোম্পানি আন্তোনভ। এটি রাখা ছিল রাজধানী কিয়েভের কাছের হস্তমেল বিমানবন্দরে। তবে রোববার রাশিয়ার গোলার আঘাতে এটি ধ্বংস হয়ে যায়। ইউক্রেন জানিয়েছে, তারা আবারও এই বিমানটি তৈরি করবে।
ইউক্রেনীয় ভাষায় ‘Mriya’ শব্দের অর্থ হল স্বপ্ন। এই বিশালদেহি বিমানটিকে নিয়ে প্রকৃত অর্থেই স্বপ্ন দেখেছিল ইউক্রেন। কিন্তু রাশিয়ার আক্রমণে সেই ‘স্বপ্নে’র অপমৃত্যু ঘটেছে। বিশাল আর্থিক ক্ষতি হয়েছে ইউক্রেনের। সেই আশির দশকে সোভিয়েত জমানায় তৈরি করা হয়েছিল এই বিমান। বর্তমানে ইউক্রেনীয় সংস্থা ‘আন্তনোভ’ এই বিমানটি তৈরি করে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানান, কিয়েভের কাছে একটি বিমানবন্দরকে কেন্দ্র করে জোর লড়াই চলছে রুশ ও ইউক্রেনের বাহিনীর। তখনই রুশ বাহিনীর ছোঁড়া একটি গোলায় দাউদাউ করে জ্বলে ওঠে হস্টোমেল এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা বিমানটি।
নিজের টুইটার হ্যান্ডেল ইউক্রেন লিখেছে, “কিয়েভের কাছে একটি বিমানবন্দরে রুশ হানাদার বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে বিশ্বের বৃহত্তম বিমান ‘ম্রিয়া’ (স্বপ্ন)। কিন্তু আমরা আবার বিমানটি তৈরি করব। স্বাধীন, শক্তিশালী ও গণতান্ত্রিক ইউক্রেন গড়ে তুলব আমরা।” টুইটে বিমানটির একটি ছবিও রয়েছে। সেখানে লেখা রয়েছে, “বিশ্বের বৃহত্তম বিমানটিকে ওরা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমাদের ‘স্বপ্ন’ কখনও ধ্বংস হবে না।”