‘দ্য একেন’ দিয়ে শুরু হচ্ছে, শেষে থাকছে ‘হত্যাপুরী’। এবছর রিলিজ করছে একের পর এক ধুয়াধার সব ছবি! নতুন ছবি সঙ্গেই নতুন প্রেম এবং নতুন রোমাঞ্চ, ২০২২ এক্কেবারে জমে ক্ষীর তার ইঙ্গিত মিলেছে svf এর তরফেই। কুলের আচার থেকে কর্ণসুবর্ণের গুপ্তধন – প্রযোজনা সংস্থা থেকেই জানানো হয়েছে ছবি মুক্তির দিন সমূহ।
১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘দ্য একেন’ ।ওটিটির এই গোয়েন্দাকে বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। বরাবরের মতো এবারও ‘একেন বাবু’র গল্প লিখছেন সুজন দাশগুপ্ত। চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর। ছবির সংগীতের দায়িত্বে থাকছেন জয় সরকার। আর গান লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য।
১৩ মে মুক্তি পাবে X=Prem। অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস ও মধুরিমা বসাক। ছবিতে অনিন্দ্যের সঙ্গে জুটি বাঁধবেন শ্রুতি দাস। অন্যদিকে অর্জুনের বিপরীতে দেখা যাবে মধুমিতা বসাককে।
মধুমিতা সরকার, বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘কুলের আচার’ । সুদীপ দাস পরিচালিত ছবিতে মধুমিতার চরিত্রের নাম ‘মিঠি’, অন্যদিকে বিক্রম হচ্ছেন ‘প্রীতম’।৩ জুন মুক্তি পাবে ছবিটি।
১ জুলাই মুক্তি পাচ্ছে ‘খেলা যখন’ (Khela Jawkhon)। প্রথমে মিমির বিপরীতে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে পরমব্রত চট্টোপাধ্যায়কেই মিমির বিপরীতে রাখেন পরিচালক অরিন্দম।
ফিরছে ‘ব্যোমকেশ’…. আবারও অরিন্দম শীলের হাত ধরে। ১১ই আগস্ট মুক্তি পাবে ছবিটি। এক নতুন খুনের রহস্য নিয়েই নতুন আমেজে বড় পর্দায় রহস্যের ফাঁস করবে সত্যান্বেষী। যথারীতি ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় কে, সঙ্গে থাকছেন সোহিনী সরকার।
‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ নিয়েই ফিরছেন পরিচালক। মুক্তি পাচ্ছে, ৩০শে সেপ্টেম্বর। বাংলার ইতিহাসে হারিয়ে যাওয়া এক গুপ্তধন খুঁজে পেতে সোনা দার ভূমিকা নিয়েই গল্পের প্রেক্ষাপট। একবারেই পুজোর মুখে এই অসাধারণ রিলিজ, অ্যাডভেঞ্চার এবং রহস্যে ঘেরা আমেজে, ঝিনুক আবির এবং সোনা দার কীর্তি নিয়েই থাকছে এই ছবি। অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা।
৪০০ বছরের পুরনো ইতিহাস এবং ভুতুড়ে জমিদার বাড়ির রহস্য নিয়েই ২১শে অক্টোবর রিলিজ করবে ‘বল্লভপুরের রূপকথা’। এই প্রথম বড়পর্দার জন্য পরিচালনা করছেন অনির্বাণ।
এবার পুরীর সৈকতে রহস্যের সন্ধানে যাবে ফেলুদা, তোপসে ও জটায়ু। ছবির নাম ‘হত্যাপুরী’ (Hatyapuri)। বাবা সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে ছবিটি তৈরি করছেন সন্দীপ রায়। তিন আইকনিক চরিত্রে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ছবিটি মুক্তি পাচ্ছে বড়দিনের ঠিক আগে ২৩ ডিসেম্বর।