দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা। কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস শনিবারই জানিয়ে দিয়েছেন, ইউক্রেন জুড়ে ইসকন মন্দিরগুলি অভাবী মানুষের সেবা করার জন্য প্রস্তুত।
তাঁর কথায়, ”আমাদের ভক্তরা এবং মন্দিরগুলি বিপন্ন মানুষদের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মন্দিরের দরজা তাঁদের সেবার জন্য উন্মুক্ত। হরে কৃষ্ণ।” ইউক্রেনে ইসকনের ৫৪টি মন্দির রয়েছে।
তবে এই প্রথম নয়, এর আগে চেচায়া যুদ্ধের সময়ও যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষদের সেবা করেছিল ইসকন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়ে রুশ (Russia) সেনা। শুরু হয় লাগাতার বোমাবর্ষণ। এরপর শুক্রবার কিয়েভে ঢুকে পড়ে পুতিন বাহিনী। গুঁড়িয়ে গিয়েছে বহু বাড়ি। প্রাণভয়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে সেখানকার দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াল ইসকন।