সঞ্জয়লীলা বানসালি নির্মিত আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এ সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি। সর্বশেষ মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সব বাধা কাটিয়ে সিনেমাটি আজ মুক্তি পেয়েছে। তা ছাড়া প্রিমিয়ারের পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন এ সিনেমার অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট।
বলা যায়, আলিয়া জ্বরে কাঁপছে গোটা ভারত! সিনেমার একটার পর একটা স্পয়লার সামনে আসছে আর নতুন নতুন করে মহেশ ভাট কন্যার প্রেমে পড়ছেন দর্শকরা। আলিয়া অভিনয়ের জন্য যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি। নেটিজেনদের মত—কম বয়সেই আলিয়া বুঝিয়ে দিয়েছেন তিনি বলিউডের পাকা খেলোয়াড়।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমায় অভিনয়ের জন্য আলিয়া ভাট পারিশ্রমিক বাবদ নিয়েছেন ২০ কোটি রুপি। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। আর তার জন্য তিনি নিয়েছেন ১১ কোটি রুপি। সিনেমাটিতে বিজয় রাজও সকলের নজর কেড়েছেন। তিনি পারিশ্রমিক নিয়েছেন ১ কোটি ৫০ লাখ রুপি। টিভি অভিনেতা শান্তনু মহেশ্বরী এ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করলেন। জানা গিছে, তিনি পারিশ্রমিক নিয়েছেন ৫০ লাখ রুপি। আর হুমা কুরেশি পারিশ্রমমিক নিয়েছেন ২ কোটি রুপি।
মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদী রচনা করেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—অজয় দেবগন, ইমরান হাশমি, বিজয় রাজ প্রমুখ। বানসালি প্রোডাকশনের নির্মিত হয়েছে এটি।