রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকল ভারত ও চিন। ভারত ও চিনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীও ভোটদানে বিরত থেকেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব এনেছিল আমেরিকা ও আলবেনিয়া। সেই প্রস্তাহে সমর্থন ছিল ১১ দেশের।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। চলছে জোর লড়াই। আমেরিকা ও ন্যাটো জোটের আশ্বাস সত্বেও দুর্দমনীয় রুশ ফৌজের সঙ্গে একাই লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনা। এহেন পরিস্থিতিতে শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে পেশ করে আমেরিকা।
নিরাপত্তা পরিষদে ভারতের ভোটদান থেকে বিরত থাকার পক্ষে যুক্তি পেশ করেছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। তাঁর বক্তব্য, “ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন৷ আমরা আরজি জানাচ্ছি, এখনই হিংসা এবং শত্রুতা বন্ধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হোক ৷ এই মুহূর্তে আলোচনায় বসার মতো অবস্থা না থাকলেও, সেটাই একমাত্র সমাধান ৷ সকলেরই কূটনৈতিক পথে ফেরা উচিত ৷ এই সবদিক ভেবে ভারত এই নিন্দা প্রস্তাবে ভোট দেওয়া থেকে দূরে রইল ৷”
এদিন, আমেরিকা এবং আলবানিয়া এই নিন্দাপ্রস্তাব আনে ৷ এছাড়া অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, জার্মানি, ইটালি, লিউচটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া এবং ব্রিটেন সহযোগী রাষ্ট্র হিসেবে প্রস্তাবের সমর্থন করে৷ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশ – রাশিয়া, চিন, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ৷ রাশিয়া নিন্দা প্রস্তাবে ভেটো প্রয়োগ করায় তা খারিজ হয়ে যায় ৷