দীর্ঘ দু’বছরের করোনা যুদ্ধে এবার কি তবে দাঁডি পড়েছে। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড-১৯ সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হচ্ছে। সেই জন্যই কোভিড বিধি তুলে নেওয়া হচ্ছে। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই প্রসঙ্গে জানান, ”সংক্রমণ কমেছে ঠিক, কিন্তু তাও সতর্ক থাকতে হবে। সরকারও এই বিষয়ে সজাগ থাকবে। মানুষ যেন কোভিড বিধি মেনে চলেন সেই দিকে নজর রাখবে দিল্লি সরকার।”
কী কী বিধিনিষেধ তুলে নেওয়া হল? দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বলেছে, ১ এপ্রিল থেকে সব স্কুল খুলে দেওয়া হবে। পড়ুয়ারা স্কুল ক্যাম্পাসে এসে ক্লাস করতে পারবে। যদিও কেজরিওয়াল জানান, ”সন্তানদের স্কুলে পাঠানোর প্রসঙ্গে অভিভাবকদের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে।” তুলে নেওয়া হবে নৈশ কারফিউ। আগামী সোমবার থেকেই দিল্লিতে আর থাকছে না নৈশ কারফিউ। যদিও মাস্ক না পরলে জরিমানা বজায় থাকছে। তবে কমছে জরিমানার অঙ্ক। মুখে মাস্ক না থাকলে ১০০০ টাকার বদলে এবার থেকে ৫০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও রাত পর্যন্ত সমস্ত দোকান খোলা রাখা যাবে। যদিও কত জন ব্যক্তি একসঙ্গে একটি জমায়েতে অংশ নিতে পারবেন সেই বিষয়ে কোনও ঘোষণাই করা হয়নি।
এদিন দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে বলা হয়, ”কোভিড অতিমারীর কারণে মানুষ অনেক ব্যবসায়িক ক্ষতি সহ্য করেছেন। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।” এবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার কথা ভাবা হচ্ছে। সেই কারণেই এমন পদক্ষেপ।