কলকাতার আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) এল নতুন অতিথি। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিল তৃণা। তৃণা আলিপুর চিড়িয়াখানার এক জিরাফ। দিব্যি সুস্থ আছে জিরাফ ছানাটি।
আলিপুর চিড়িয়াখানা সূত্রের খবর, গত ১৫ ফেব্রুয়ারি একটি মেয়ের জন্ম দিয়েছে জিরাফটি। আলিপুর চিড়িয়াখানায় শেষ শীতে তাই খুশির মেজাজ৷ চিড়িয়াখানা সূত্রে খবর, ২৫ ফেব্রুয়ারি থেকে জিরাফ ছানাটিকে ছেড়ে দেওয়া হয়েছে দর্শকদের জন্য।
আলিপুর চিড়িয়াখানায় ভারতের সব চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে জিরাফ। সেখানে এতদিন ১১টি জিরাফ ছিল। তৃণার পরিবারে নতুন সদস্য আসায় সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১২।গত জুলাইয়েই নতুন ন’টি অ্যানাকোন্ডার জন্ম হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, ভারতবর্ষের সমস্ত চিড়িয়াখানার মধ্যে সবথেকে বেশি অ্যানাকোন্ডা রয়েছে আলিপুর চিড়িয়াখানাতেই।
যাই হোক, নতুন সদস্যের আগমনের খবরে খুশির হাওয়া আলিপুর চিড়িয়াখানায়। শীতের শেষবেলায় দর্শকদের জন্য অবশ্যই খুশির খবর। শেষবেলার চূড়ান্ত আনন্দ উপভোগ করতে একবার ঘুরে আসতেই হবে চিড়িয়াখানায়।