ইউক্রেনের (Ukraine) ওপর রাশিয়ার (Russia) হামলার দ্বিতীয় দিনেও সামনে আসছে একের পর এক বিস্ফোরণ, ধ্বংসের খবর। আক্রমণ প্রতি আক্রমণে ইউক্রেন ক্রমশ ধ্বস্ত। দখল নিচ্ছে রাশিয়ান সেনা। চলছে বিস্ফোরণ। ভয়াবহ চেহারা রাজধানী কিয়েভের।এই অবস্থায় ২৩-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়া সফর শুরু করেছেন৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছেছেন ইমরান খান ৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সেখানে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের ওপর আক্রমণ শানিয়েছে রাশিয়া৷
২৩ ফেব্রুয়ারি রাশিয়া সফরে যান তিনি৷ গত দুই দশকে তিনিই প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি রাশিয়া সফরে গেলেন৷ এদিকে রাশিয়ায় বিমান থেকে অবতরণের পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক ভিডিও এই মুহূর্তে ট্যুইটারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘‘কী দারুণ সময়ে রাশিয়ায় এলাম, কী রোমাঞ্চকর৷’’
দেখে নিন ট্যুইটারে ভাইরাল হওয়া সেই ভিডিও (Viral Video)৷
এই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে এই ধরণের কথা নিন্দুকরা মোটেই ভালভাবে দেখছেন না৷