ইউক্রেনের বিভিন্ন শহরে বৃহস্পতিবার রুশ বাহিনীর হামলায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, রাজধানী কিয়েভেই থাকবেন তিনি। একটি ভিডিয়োবার্তায় তিনি বলেন, ‘শত্রুরা (রাশিয়া) আমায় পয়লা টার্গেট হিসেবে বেছে নিয়েছে। দু’নম্বর টার্গেট হল আমার পরিবার। দেশের প্রধানকে শেষ করে ওরা ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করে দিতে চায়।’
যুদ্ধের শহরে সকলে প্রাণ বাঁচাতে ব্যস্ত। কে-ই বা সে খবর রাখে! রাশিয়ার বিমান হানায় বিধ্বস্ত হয়ে গিয়েছে খারকিভের একের পর এক বহুতল। ইউক্রেনের একাধিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়া। ধ্বংস করে দিয়েছে অস্ত্রাগার। লুহানস্কের স্কাত্সিয়া, স্ট্যানিত্সিয়া শহর দখল করে নিয়েছে রুশ সেনাবাহিনী। ক্রিমিয়া, বেলারুশ, রাশিয়া সীমান্তের পাশাপাশি আকাশপথেও হামলা চালাচ্ছে রাশিয়া।
ইউক্রেন ‘যুদ্ধের’ দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়াল ভারতের বাজার। শুক্রবার বাজার খোলার সময় ১,০০০ পয়েন্টের বেশি উঠল সেনসেক্স।
যদিও পশ্চিমী দুনিয়ার অবস্থানে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে।’ তারইমধ্যে ‘যুদ্ধের’ জেরে যে ভারতীয়রা ইউক্রেনে আটকে পড়ছেন, তাঁদের ফেরাতে বিকল্প রুটের ব্যবস্থা করছে নয়াদিল্লি।