Tuesday, September 26, 2023
Bangla Newsঅন্যান্যবাজারে লঞ্চ হল Oppo ব্র্যান্ডের প্রথম ট্যাব Oppo Pad, জেনে নিন দাম...

বাজারে লঞ্চ হল Oppo ব্র্যান্ডের প্রথম ট্যাব Oppo Pad, জেনে নিন দাম এবং ফিচার

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

বাজারে লঞ্চ হল Find X5 সিরিজ। এই সিরিজের অধীনে এসেছে Oppo Find X5, Find X5 Pro ও Find X5 Lite ফোন তিনটি। এর পাশাপাশি সংস্থাটি তাদের প্রথম ট্যাবলেট। Oppo Pad ট্যাবলেটে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসর ও ৮৩৬০ এমএএইচ ব্যাটারি।

আবার এতে Oppo-র স্মার্ট স্টাইলাস সাপোর্ট করবে। আসুন Oppo Pad-র দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Pad ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,২৯৯ ইউয়ান, যা প্রায় ২৭,৫০০ টাকার সমান। এছাড়া ট্যাবলেটটি ৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যাবে, যাদের দাম যথাক্রমে ২,৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,৩০০ টাকা) ও ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৮,৮০০ টাকা)।

Oppo Pad ট্যাবলেটে আছে ১১ ইঞ্চি ডিসপ্লে। কোম্পানি এতে আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার ডিসপ্লের চারপাশে বেশ পুরু বেজেল দেখা যাবে। এর স্ক্রিনের রেজোলিউশন ২৫৬০ x ১৬০০ পিক্সেল। এই স্ক্রিনে এইচডিআর১০ ও ১০বিট কালার সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Oppo Pad-র সামনে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে বর্তমান এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ট্যাবলেটের ওজন ৫০৭ গ্রাম এবং পুরু ৬.৯৯ মিমি। ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের সাথে আসা Oppo Pad রান করবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওপ্পোর প্যাডের জন্য তৈরি কালার ওএস কাস্টম স্কিনে।

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

হাত থেকে এই ৫ জিনিস পড়লেই সতর্ক থাকুন, এগুলি বড় বিপদের আগাম ইঙ্গিত!

Shakun Shastra, Astrological Prediction: শকুন শাস্ত্র কিছু জিনিস পড়ে যাওয়াকে অশুভ মনে করা হয়। এই বস্তুগুলির পতনের পিছনে...

আর হাতে গোনা একমাস পরই শুরু দুর্গা পুজো, দেবীর আগমন, গমন কিসে জেনে নিন

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজো। আর হাতে গোনা একমাস। তারপরই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব...

ধারাভির এঁদো গলি থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেল, কে এই মালিশা খারওয়া?

মুম্বইয়ের ধারাভি থেকে ফ্যাশনের জগতে তোলপাড় ফেলেছেন মালিশা খারওয়া।এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধারাভির এক সাধারণ মেয়ে মালীশার...

পৃথিবীর মতোই আরও একটা পৃথিবীর হদিশ মিলল সৌরজগতে, উচ্ছ্বসিত বিজ্ঞানীরা

সৌরজগতে মিলল আরও এক ‘পৃথিবী’। আকাশগঙ্গা ছায়াপথ থেকে তার অবস্থান ৮৬ আলোকবর্ষ দূরে। পৃথিবীর সঙ্গে তার সাদৃশ‌্য রয়েছে...