ইউক্রেন ‘যুদ্ধের’ দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়াল ভারতের বাজার। শুক্রবার বাজার খোলার সময় ১,০০০ পয়েন্টের বেশি উঠল সেনসেক্স। তা আবার ৫৫,০০০ পয়েন্টের ঘরে চলে গিয়েছে। নিফটিও ৩৫৩.৪ পয়েন্ট বেড়ে ১৬,৬০১.৩৫ পয়েন্টে ঠেকেছে। বৃহস্পতিবার রাশিয়ার ‘সামরিক অভিযানের’ ঘোষণার পর বাজারে ধস নেমেছিল।
বস্তুত, গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই রক্তক্ষরণ শুরু হয়ে যায় ভারতের শেয়ার বাজারে। এক ধাক্কায় ২ হাজার পয়েন্টের বেশি নেমে যায় সেনসেক্স। বিরাট পতন ঘটে নিফটিতেও। একটা সময় মনে হচ্ছিল ফের করোনা কালের মতো রক্তাক্ত পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে শেয়ার বাজারকে। কিন্তু একদিন পরই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার।
বিশেষজ্ঞরা মনে করছেন, শেয়ার বাজারের এই পুনরুত্থান প্রত্যাশিতই ছিল। কারণ যুদ্ধ ঘোষণার পর লগ্নিকারীদের মনে যে প্রাথমিক আশঙ্কা তৈরি হয়, সেটা একটা সময়ের পর কেটে যাওয়ায় স্বাভাবিক। প্রত্যাশিতভাবেই বাজারে গতকাল যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটা আজ অনেকটা কেটেছে।