মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দেওয়ার পর এবার পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৫ হাজার পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড তুলে দিলেন তিনি। ব্যাংকগুলিকে লোন দিতে বাধা তৈরির চেষ্টা না করার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে তিনি বলেন, ‘আমরা যা কথা দিয়েছিলাম সব করে দিয়েছি। দুয়ারে সরকার, দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি ছিল, সেটাও এবার দেওয়া হল। এখানে গ্যারান্টার রাজ্য সরকার। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। প্রথমে ৫ হাজার পড়ুয়াকে ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে। ৪০ বছর বয়স পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার কেনা যাবে। অর্থের জন্য কারও উচ্চশিক্ষা আর বাধাপ্রাপ্ত হবে না।’
এদিন ব্যাংকগুলির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সরকার গ্যারেন্টার হলে ঋণ দিতে অসুবিধা কোথায়? এভাবে অসহযোগিতা করবেন না। অসহযোগিতা করা মানে বিকাশে বাধা দেওয়া।” সব ব্যাংকগুলিকে প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসার বার্তাও দেন তিনি।