বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই বড় ধাক্কা খেল সেনসেক্স, নিফটি। প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। সবমিলিয়ে রাশিয়ার সেনা অভিযানের ঘোষণার পরই বিরাট ধাক্কা খেয়েছে বাজার।
এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে মাথায় হাত পড়ে লগ্নিকারীদের। বাজারে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে বাজার থেকে টাকা তুলে নিতে চাইছেন লগ্নিকারীরা। যার দরুন সকালেই প্রায় দু’হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স (Sensex)। সবমিলিয়ে শেয়ার বাজার পারদ পতন অব্যাহত। শুধু ভারত নয়, এশিয়ার প্রায় সমস্ত দেশের শেয়ার বাজারে প্রভাব পড়েছে যুদ্ধের। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের মূল্য ১০০ ডলার পার করল।এছাড়াও ক্ষতির মুখে পড়েছে টাটা স্টিল, টাটা মোটরস, ইউপিএল এবং ইন্ডাসিন্ড ব্যাংক।
বৃহস্পতিবার সকালে ইউক্রেনে (Ukraine-Russia War) সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। অর্থাৎ কার্যত ইউক্রেন দখলের পথেই হাঁটল মস্কো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই খবর। রাশিয়ার এই চরম পদক্ষেপে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। যার বিরাট প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে।