নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৩৭ রানেই আটকে গেল শ্রীলঙ্কার ইনিংস। আসালঙ্কা ৫৩ রানে (৪৭ বলে) অপরাজিত থাকেন। চামিরা করেন ২৪ রান (১৪ বলে)। চামিরা- আসালঙ্কা সপ্তম উইকেটে অপরাজিত ৪০ রান যোগ করেন। ঘটনাক্রমে, গত বছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পর এই নিয়ে নাগাড়ে ১০ টি-টোয়েন্টি ম্যাচ জিতল ভারত।
৫৬ বলে ৮৯ রানের দুর্ধর্ষ ইনিংসের জন্য ইশান কিষাণকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ড গড়লেন হিটম্যান। কনিষ্ঠতম ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন রোহিত। পিছনে পড়ে রইলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও বিরাট কোহলিকে। আর ৩৭ রান করলেই রেকর্ড গড়তেন রোহিত। এদিন ৩৭ রান করার সঙ্গে সঙ্গেই সর্বোচ্চ রানের মালিক হয়ে যান রোহিত।
১২৩ ম্যাচে রোহিতের রান ৩৩১৭ রান। ১১২ ম্যাচে গাপটিলের রান ৩২৯৯ রান। বিরাট কোহলি ৯৭ ম্যাচে করেছেন ৩২৯৬ রান। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সব চেয়ে বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটারের নামও রোহিত। তিনি মেরেছেন ১৫টি ছক্কা।