betting-union.com
আগামী ১ মার্চ থেকে একাধিক মেমু ট্রেন চালু করছে ভারতীয় রেল, দেখে নিন সময়সূচি - Kolkatanews24
Saturday, December 9, 2023
Bangla Newsরাজ্যআগামী ১ মার্চ থেকে একাধিক মেমু ট্রেন চালু করছে ভারতীয় রেল, দেখে...

আগামী ১ মার্চ থেকে একাধিক মেমু ট্রেন চালু করছে ভারতীয় রেল, দেখে নিন সময়সূচি

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

আগামী ১ মার্চ (মঙ্গলবার) থেকে একাধিক মেমু ট্রেনের পরিষেবা শুরু করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। মূলত আদ্রা ডিভিশনে সেই ট্রেনগুলি চালু হতে চলেছে। যা স্বস্তি দেবে নিত্যযাত্রীদের।

কোন কোন মেমু ট্রেন চালু হচ্ছে, তা দেখে নিন একনজরে –

০৮৬৮৫ খড়্গপুর-আদ্রা মেমু:

আগামী ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা। প্রতিদিন বিকেল ৫ টা ৫ মিনিটে খড়্গুপর স্টেশন থেকে ছাড়বে। আদ্রায় পৌঁছাবে রাত ৮ টা ২৫ মিনিটে।

০৮৬৮৬ আদ্রা-খড়্গপুর মেমু: আগামী ২ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। প্রতিদিন সকাল ৭ টা ১০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খড়্গপুরে পৌঁছাবে সকাল ১০ টা ৩৫ মিনিটে।

০৮৬৬৯ আদ্রা-ভোজুডিহ মেমু: রাত ১০ টা ৪৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে রাত ১১ টা ২৫ মিনিটে। ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা।

০৮৬৭০ ভোজুডিহ-আদ্রা মেমু: রাত ৩ টা ৪৫ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে ০৮৬৭০ ভোজুডিহ-আদ্রা মেমু। ভোর ৪ টে ২৫ মিনিটে পৌঁছাবে আদ্রায়। ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা।

০৮৬৬৩ আদ্রা-খানুডিহ মেমু: ১ মার্চ থেকে পরিষেবা চালু হবে। সকাল ৭ টা ১৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খানুডিহতে পৌঁছাবে সকাল ৯ টা ৩০ মিনিটে।

০৮৬৬৪ খানুডিহ-আদ্রা মেমু: সকাল ৯ টা ৪৫ মিনিটে খানুডিহ থেকে ছাড়বে। সকাল ১১ টা ১৫ মিনিটে আদ্রায় পৌঁছাবে। ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে।

০৮৬৬৫ ভোজুডিহ-চন্দ্রপুরা মেমু: ১ মার্চ থেকে চালু হবে পরিষেবা। সকাল ১১ টা ৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। চন্দ্রপুরায় পৌঁছাবে দুপুর ১ টা ২০ মিনিটে।

০৮৬৬৬ চন্দ্রপুরা-ভোজুডিহ মেমু: ফিরতি পথে দুপুর ৩ টে ৪৫ মিনিটে চন্দ্রপুরা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে বিকেল ৫ টা ১০ মিনিটে। ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে।

০৮৬৬৭ ভোজুডিহ-ভাগা মেমু: ১ মার্চ থেকে পরিষেবা চালু হবে। বিকেল ৫ টা ৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে পৌঁছাবে ভাগায়।

০৮৬৬৮ ভাগা-আদ্রা মেমু: ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। ভাগা থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে। আদ্রায় পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে।

০৮৬৭২ ভাগা-আদ্রা মেমু: ভাগা থেকে ছাড়বে দুপুর ২ টো ৫০ মিনিটে। আদ্রায় পৌঁছাবে বিকেল ৪ টে ৫ মিনিটে। ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে।

০৮৬৭১ আদ্রা-ভাগা মেমু: ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ১ টা ২০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভাগায় পৌঁছাবে দুপুর ২ টো ৩০ মিনিটে।

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

পুজোর আগেও আকাশে দুর্যোগের ভ্রুকুটি, কোথায় কোথায় চলবে বৃষ্টি?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব ঝাড়খন্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর...

ভারী বৃষ্টি বাংলার জায়গায় জায়গায়, রাজ্যজুড়ে জারি সতর্কতা

বিদায়বেলায় বাংলার একাধিক জায়গা ভাসাতে চলেছে বর্ষা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাই জারি হয়েছে সতর্কতা। এর মধ্যে বহু...

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব! আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি

আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে...

ঘরে বসেই জমি-বাড়ির রেজিস্ট্রির কপি পাওয়া যাবে শীঘ্রই, পরিষেবার স্বচ্ছতায় উদ্যোগী নবান্ন

এতদিন মূল দলিল হাতে পেতে নির্দিষ্ট আইজিআর রশিদ নিয়ে ক্রেতাকে রেজিস্ট্রি অফিসে যেতে হতো। তবে, শীঘ্রই সে ব্যবস্থার...