Saturday, June 10, 2023
Bangla Newsরাজ্যআগামী ১ মার্চ থেকে একাধিক মেমু ট্রেন চালু করছে ভারতীয় রেল, দেখে...

আগামী ১ মার্চ থেকে একাধিক মেমু ট্রেন চালু করছে ভারতীয় রেল, দেখে নিন সময়সূচি

- Advertisement -
- Advertisement -

আগামী ১ মার্চ (মঙ্গলবার) থেকে একাধিক মেমু ট্রেনের পরিষেবা শুরু করতে চলেছে দক্ষিণ-পূর্ব রেল। মূলত আদ্রা ডিভিশনে সেই ট্রেনগুলি চালু হতে চলেছে। যা স্বস্তি দেবে নিত্যযাত্রীদের।

কোন কোন মেমু ট্রেন চালু হচ্ছে, তা দেখে নিন একনজরে –

০৮৬৮৫ খড়্গপুর-আদ্রা মেমু:

আগামী ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা। প্রতিদিন বিকেল ৫ টা ৫ মিনিটে খড়্গুপর স্টেশন থেকে ছাড়বে। আদ্রায় পৌঁছাবে রাত ৮ টা ২৫ মিনিটে।

০৮৬৮৬ আদ্রা-খড়্গপুর মেমু: আগামী ২ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। প্রতিদিন সকাল ৭ টা ১০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খড়্গপুরে পৌঁছাবে সকাল ১০ টা ৩৫ মিনিটে।

০৮৬৬৯ আদ্রা-ভোজুডিহ মেমু: রাত ১০ টা ৪৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে রাত ১১ টা ২৫ মিনিটে। ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা।

০৮৬৭০ ভোজুডিহ-আদ্রা মেমু: রাত ৩ টা ৪৫ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে ০৮৬৭০ ভোজুডিহ-আদ্রা মেমু। ভোর ৪ টে ২৫ মিনিটে পৌঁছাবে আদ্রায়। ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা।

০৮৬৬৩ আদ্রা-খানুডিহ মেমু: ১ মার্চ থেকে পরিষেবা চালু হবে। সকাল ৭ টা ১৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খানুডিহতে পৌঁছাবে সকাল ৯ টা ৩০ মিনিটে।

০৮৬৬৪ খানুডিহ-আদ্রা মেমু: সকাল ৯ টা ৪৫ মিনিটে খানুডিহ থেকে ছাড়বে। সকাল ১১ টা ১৫ মিনিটে আদ্রায় পৌঁছাবে। ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে।

০৮৬৬৫ ভোজুডিহ-চন্দ্রপুরা মেমু: ১ মার্চ থেকে চালু হবে পরিষেবা। সকাল ১১ টা ৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। চন্দ্রপুরায় পৌঁছাবে দুপুর ১ টা ২০ মিনিটে।

০৮৬৬৬ চন্দ্রপুরা-ভোজুডিহ মেমু: ফিরতি পথে দুপুর ৩ টে ৪৫ মিনিটে চন্দ্রপুরা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে বিকেল ৫ টা ১০ মিনিটে। ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে।

০৮৬৬৭ ভোজুডিহ-ভাগা মেমু: ১ মার্চ থেকে পরিষেবা চালু হবে। বিকেল ৫ টা ৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে পৌঁছাবে ভাগায়।

০৮৬৬৮ ভাগা-আদ্রা মেমু: ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। ভাগা থেকে ছাড়বে সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে। আদ্রায় পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে।

০৮৬৭২ ভাগা-আদ্রা মেমু: ভাগা থেকে ছাড়বে দুপুর ২ টো ৫০ মিনিটে। আদ্রায় পৌঁছাবে বিকেল ৪ টে ৫ মিনিটে। ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে।

০৮৬৭১ আদ্রা-ভাগা মেমু: ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ১ টা ২০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভাগায় পৌঁছাবে দুপুর ২ টো ৩০ মিনিটে।

- Advertisement -

কলকাতা নিউজ ২৪ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন কলকাতা নিউজ ২৪ বাংলার ওয়েবসাইটে।

Sponsored Content

spot_img

Most Read News

Related News

অফিস আসলেও এই কারণে ‘অনুপস্থিত’ করা হবে সরকারি কর্মীদের, নির্দেশিকা জারি করল নবান্ন

অফিসে এলেও অনুপস্থিত দেখানো হবে সরকারি কর্মীদের। যদি মানা না হয় নিয়ম। এমনই নির্দেশিকা জারি করল নবান্ন। যা...

লাইনে বিচ্ছিন্ন বগি, বড়সড় দুর্ঘটনা এড়াল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস

হাওড়া থেকে ছেড়ে যাওয়া পুরীগামী এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা। চলন্ত ট্রেনের কাপলিং খুলে ইঞ্জিনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রেনের...

আগামী ৪ দিনও চলবে ঝড়বৃষ্টি, জানুন আবহাওয়ার নয়া আপডেট

আজ বিকেলের পর বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া,...

শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও ঘনীভূত। ১০ মে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে...