আর মুক্তিতে কোনও বাধা রইল না আলিয়া ভাট অভিনীত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র। আগামিকাল (শুক্রবার) দেশজুড়ে মুক্তি এই ছবির। দিন কয়েক আগেই প্রয়াত গঙ্গুবাইয়ের দত্তক পুত্র সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এই ছবির মুক্তি আটকাতে। পরিচালক সঞ্জয় লীলা বনশালির এই ছবিতে অবমাননা করা হয়েছে গঙ্গুবাই-এর, এই ছবি তাঁর পরিবারের জন্য মানহানিকর, এমন দাবি করেছিলেন গঙ্গুবাই-এর পুত্র বাবুরাও।
এই ছবির মুক্তির উপর কোনওরকম নিষেধাজ্ঞা জারি করতে বৃহস্পতিবার অস্বীকার করল দেশের শীর্ষ আদালত। এদিন বনশালির আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান, ‘আমরা এমন একটা ছবি নিয়ে আলোচনা করছি, যা এখনও কেউ দেখেনি। সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়েছে ছবিটিকে। তাই এই ছবির মুক্তি আটকানোর জন্য একটা খুব জোরালো কারণের প্রয়োজন’। আইনজীবী সুন্দরম আরও বলেন, ছবিটি দেখে তবেই বিচার করা উচিত সেটি কারুর চরিত্রহনন করেছে কিনা, কিছু অংশ দেখে মন্তব্য অহেতুক।
বার্লিন চলচ্চিত্র উত্সবে আগেই প্রদর্শিত হয়েছে এই ছবি। এবার আম জনতার জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।